• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

‘আমি তো কারো দারোয়ান না’


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০১৭, ১১:২৯ PM / ৬৮
‘আমি তো কারো দারোয়ান না’

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ‘আমি তো কারো দারোয়ান না’- প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের এভাবেই জবাবে দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে মঙ্গলবার থেকে একমাসের ছুটিতে গেছেন প্রধান বিচারপতি। তবে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘিরে তাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করে আসছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রধান বিচারপতির অবস্থান জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি তো কারো দারোয়ান না। কে কোথায় আছে, না আছে কিংবা আজকে কোন বিচারপতি আসলেন না বা কোথায় গেলেন- এই খোঁজখবর নেয়ার দায়িত্ব তো আমার না।’

তিনি বলেন, ‘ছুটিতে যাওয়া নিয়ে যারা (জ্যেষ্ঠ আইনজীবীরা) উদ্বেগ প্রকাশ করেছেন সে উদ্বেগ তারা নিজেরা তৈরি করেছেন। আমাদের আইনজীবীদের দেখতে হবে আদালত ঠিকমতো চলছে কিনা। আদালতের কার্যক্রম ঠিকমতো হচ্ছে কিনা। কাজেই এখানে উদ্বেগের কী থাকবে?’

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠনের বিষয়ে জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি আছেন মো. আবদুল ওয়াহহাব মিঞা, তিনি যদি মনে করেন বেঞ্চ রদবদল করবেন, তাহলে তিনি করতে পারবেন। এটা স্বাভাবিক নিয়মে সবসময় যেভাবে হয়, সেভাবেই হবে। এতে কোনো অসুবিধা নেই।’

তিনি বলেন, ‘আজকে পাঁচ বিচারপতির একটি বেঞ্চে (আপিল বিভাগের) কার্যক্রম পরিচালিত হয়েছে। তাতে একশ’ মামলা নিষ্পত্তি হয়েছে। একজন বিচারপতির জন্য বিচার বিভাগ থেমে থাকে না।’

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘কোনো বিচারপতি ছুটিতে গেলে সেটা নিয়ে রাজনীতি করার তো কিছু নেই। আমি আগেও বলেছি- যারা রাজনীতি করছেন তারা স্বতঃপ্রণোদিত হয়ে করছেন।’

তিনি বলেন, ‘আমাদের বার অ্যাসোসিয়েশন একটি রাজনৈতিক দলের কব্জায় চলে গেছে। তারা সেই দলের (বিএনপি) নানা রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কাদের মোল্লার স্ত্রী-স্বজনদের নিয়ে বারের অডিটোরিয়াম ব্যবহার করা, যুদ্ধাপরাধ মামলার বিপক্ষে অবস্থান নেয়া- এটা কি কোনো সুস্থ মানসিকতার লক্ষণ? এটা তো তারা করেছেন!’

প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন কি না এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘এটা তো আমার দায়িত্ব না। প্রধান বিচারপতি কোথায় থাকবেন, কোথায় আছেন, সেটা তো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আদালতে মামলা পরিচালনা করা। এ বিষয়ে যারা বেশি উৎসাহী তারা খুঁজে দেখুক।’

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির বিষয়ে তিনি বলেন, ‘এটা যখন আসবে তখন মন্ত্রণালয়ের নির্দেশনা কোর্টকে জানাব। কোর্টের সিদ্ধান্ত আবার মন্ত্রণালয়কে জানাব।’

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২৬পিএম/৪/১০/২০১৭ইং)