• ঢাকা
  • রবিবার, ২৬ মে ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

আমার কোন দুঃখ ছিল না


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০১৮, ১১:২৮ AM / ৩৭
আমার কোন দুঃখ ছিল না

দর্পণ কবীর

_______________________________________

আমার কোন দুঃখ ছিল না, দীর্ঘশ্বাসও।
এমন কী, কোন কষ্টের কী নাম, কষ্টের
কেমন রঙ, কতটা বিভাষ..এর কিছুই
জানতাম না। সূতো ছেঁড়া ঘুড়ির হারাবার
যেমন কষ্ট থাকেনা, তেমনি আমারও
কষ্ট ছিল না। স্বপ্নবিলাসীরাই তো দুঃখ পাবে,
তারা পাক। আমার তেমন কোন
বর্ণিল স্বপ্ন ছিল না. তাই কষ্টও ছিলনা।

একটা জীবন ঘাসফড়িং হবে, বা চৈত্রের
ভরদুপুরে ছাতিম গাছের ছায়া হবে অথবা পদ্ম
দীঘির শান্ত জল হবে, নয়তো হবে
টগবগে লাল কৃষ্ণচূড়া-এমন এক সাদামাটা
স্বপ্ন ছিল শুধু। তবে হ্যাঁ, একবার এক ভবঘুরে স্বপ্ন
আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল প্রমত্ত স্রোতে।

ঐ স্বপ্নের সঙ্গে একটা মুখচ্ছবিও ওতপ্রোতভাবে
ছিল। মুখটা মায়া হতে পারতো, হয়েছে
ছায়া! মুখটা অবলম্বন হতে পারতো,
হয়েছে নিঃসঙ্গ নির্বাসন। স্বপ্ন বিমুখ বলেই হয়তো
মুখটার জলছবি ধরে রেখেছি অনুভবে। বলিনি-তুমি
কি আমার হবে? এ সব কথা ফিরে ফিরে
আসে আর দেখি এক পশলা দুঃখ
শরতের মেঘের মত ভাসে মনের গহীনে।