• ঢাকা
  • রবিবার, ১২ মে ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

‘আমরা একতরফা নির্বাচন করতে চাই না’


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০১৮, ১১:২০ PM / ৭৮
‘আমরা একতরফা নির্বাচন করতে চাই না’

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো দলকে বাদ দিয়ে আওয়ামী লীগের নির্বাচন করার ইচ্ছা নেই। আমরা একতরফা নির্বাচন করতে চাই না।

শনিবার রাজধানীর খামারবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সম্মেলনে তিনি একথা বলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস এ অনুষ্ঠানের আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, কোনো নেতার জেলে থাকার বিষয়টি সুখকর নয়। এটা কেউ কামনা করে না। আদালতের সিদ্ধান্ত ও দলীয় রাজনীতি একই বিষয় না।

তিনি বলেন, বিএনপি নেত্রী আদালতের মাধ্যমে জেলে গেছেন। আদালতের মাধ্যমেই তাকে জেল থেকে বেরিয়ে আসতে হবে। এ নিয়ে আওয়ামী লীগের করার কিছুই নেই। আগামী জাতীয় নির্বাচনে সকল দলের অংশগ্রহণ কামনা করে আওয়ামী লীগ।

এসময় চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় শিগগিরই পাস হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকে মনে করেন ডাক্তারের গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। হাসপাতাল ভাঙচুর করলে সব ঠিক হয়ে যাবে- এ ধারণা ঠিক নয়। কারণ সব ভাল চিকিৎসকরা রোগীকে সর্বোচ্চ সেবা দিয়ে সুস্থ করে তুলতে চান।

বিএমএ ও স্বাচিপ নেতাদের উদ্দেশে তিনি বলেন, যেসব চিকিৎসকরা দায়িত্বজ্ঞানহীন তাদের পাশে আপনারা কখনো দাঁড়াবেন না।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এস এ খানের সভাপতিত্বে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ এতে বক্তব্য রাখেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:১৫পিএম/১৭/২/২০১৮ইং)