• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

আফগানিস্তানে বোমা হামলায় নির্বাচনী প্রার্থী নিহত


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০১৮, ২:৪৬ PM / ৩৫
আফগানিস্তানে বোমা হামলায় নির্বাচনী প্রার্থী নিহত

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আফগানিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের তরুণ প্রার্থী সালেম মোহাম্মাদ আচাকজাই বোমা হামলায় নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ অঞ্চলের হেলমান্দ প্রদেশের লশকর গাহ শহরে আত্মঘাতী বোমা হামলায় ৩২ বছরের ওই প্রার্থীসহ মোট আট জন নিহত হয়েছেন।

৯ অক্টোবর, মঙ্গলবার সালেম মোহাম্মাদ আচাকজাইয়ের নির্বাচনী অফিসে হামলাটি চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।

হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, ‘এ হত্যাকাণ্ডের মধ্যদিয়ে আফগানিস্তানের আসন্ন নির্বাচনের আগে নিহত প্রার্থীর সংখ্যা দাঁড়াল ছয় জনে। স্থানীয় তরুণ ব্যবসায়ী আচাকজাই দেশে “ইতিবাচক পরিবর্তনের” স্লোগান দিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।’

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলার জন্য ‘জঙ্গিদের’ দায়ী করেছেন।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, সেপ্টেম্বরের শেষের দিকে আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়। এরপর থেকে ইতোমধ্যে দুটি আত্মঘাতী হামলা হয়েছে। আগামী ২০ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তালেবান ও তাদের দোসর ইসলামিক স্টেট আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৪৮পিএম/১০/১০/২০১৮ইং)