• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

আত্মহননকারীরা জাহান্নামে যায় : প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০১৭, ১২:৩৪ PM / ৪২
আত্মহননকারীরা জাহান্নামে যায় : প্রধানমন্ত্রী

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ‘ইসলামে আত্মহনন করা মহাপাপ। যারা আত্মহনন করে, তারা জাহান্নামে যায়’ উল্লেখ করে শিশু-কিশোরদের জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের প্রতি এ আহ্বান জানান।

মাদক অথবা কোনো ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার পরামর্শ দিয়ে প্রধামন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, ‘একটা কথা মনে রাখবে, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম কখনো মানুষ হত্যার কথা বলে নাই; বরং ইসলাম ধর্ম বলেছে, আত্মঘাতী বা আত্মহনন মহাপাপ। এটা গুনাহর কাজ।’
শেখ হাসিনা বলেন, ‘যারা আত্মহনন করে, তারা কখনো জান্নাতে যায় না। তারা জাহান্নামে যায়। তারা বেহেশতে যেতে পারে না।’
বিপথগামীদের সুপথে ফেরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী, ‘আজকে যারা বিপথে যাচ্ছে, আমি তাদের আহ্বান করব যে এই বিপথ ছেড়ে তারা যেন সৎ পথে ফিরে আসে।’
শেখ হাসিনা তার বক্তব্যে দেশগঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ বলেন, ‘বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে। আমি চাই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না। আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই।’
এর আগে রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৩২পিএম/২৬/৩/২০১৭ইং)