• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

আত্মকথা – ৪


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০১৮, ৮:১৮ AM / ৪৫
আত্মকথা – ৪

মহুয়া বাবর
_________________________________________
আকাশে এখন তারাদের ভীড়
রাতের গভীরতায় প্রকৃতি নিবিড়
পৃথিবী ঘুমিয়ে পড়েছে রাতের আলিঙ্গনে
তোমাকে দেখার জন্য ছাদে কিংবা জানালায় থাকিনা
কারণ তুমি নিজেই আসো আমার অনুধ্যানে

কিছুদিন থেকে মেঘেরা তোমাকে আড়াল করে জানি
তবু মেঘের সাথে আমার নেই তো কোনো আড়ি
সেতো থাকেনা এক জায়গায় বসে চুপ
শরতের কাশফুলের মতো উড়ে হয় ধূপ
কখনো কালো চুল হয়ে ঢেকে দেয় তোমার নিষন্নে

যদি বলি তুমি পাহাড় তবে আমি সমতল
তোমার এক বিন্দু কিরণ নদীর শত ঢেউ করে ঝিলমিল
আমি বিলের ধারে বেড়ে ওঠা নামহীনা ছোট্ট ঘাস ফুল
কেবল একটি বার দেখবো বলে চেয়ে থাকি অনুক্ষণ

নিঃসঙ্গ অনুভূতিরা ঘনিভূত হয় রাতের স্তব্ধতায়
হাসনাহেনা তোমায় দেখে জেগে ওঠে অপার সৌরভে
চারিদিকে অযুত তারার মিছিল
তবু আমার নিঃসঙ্গতা পায়না কিনার।