• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

আগুন লাগলে যেসব কাজ ভুলেও করবেন না


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০১৯, ১১:০৩ PM / ১০৬
আগুন লাগলে যেসব কাজ ভুলেও করবেন না

 
আগুন লাগলে আমরা সাধারণ খুব ভয় পেয়ে যাই। আমরা বুঝতে পারি না আগুন লাগলে আসলে কি করা উচিত। আগুন লাগলে প্রতিটি সেকেন্ড দামি। যত সময় নষ্ট হবে ততই বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ।

আসুন জেনে নেই আগুন লাগলে যেসব কাজ ভুলেও করবেন না।

১. আগুন লাগলে ছাদে না উঠে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামার চেষ্ঠা করুন।

২. ভুলেও ওপর থেকে নিচে লাফ দেবেন না।

৩. পোশাকে আগুন লাগলে দুই হাতে মুখ ঢেকে মাটিতে গড়াগড়ি দিন। দৌঁড়াবেন না।

৪. শরীরে আগুন লাগলে দৌঁড়া দেবেন না। এতে আগুন বেড়ে যাবে।

৫. শরীরে আগুন লাগলে ভেজা কাপড় দিয়ে জড়িয়ে ধরুন।

৬. পোড়া জায়গায় পর্যাপ্ত পানি ঢালুন। রোগীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিন।

৭. প্রতিটি বাড়িতে, গাড়িতে, অফিসে প্রাথমিক চিকিৎসা বক্স সংরক্ষণ করুন।

৮. ভবনে ও গাড়িতে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখুন। বছরে অন্তত দু’বার বিদ্যুত ও গ্যাসের লাইন চেক করিয়ে নিন।

৯. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিতে পারেন।

১০. জরুরি অবস্থায় আতঙ্কিত না হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিন।

১১. গাড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর (০২-৯৫৫৫৫৫৫ অথবা ০১৭৩০৩৩৬৬৯৯) দৃশ্যমান স্থানে বড় অক্ষরে লিখে রাখুন

ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:০৩পিএম/৩০/০৩/২০১৯ইং