• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:২১ অপরাহ্ন

অভিযানে আইএস নেতা বাগদাদির ছেলের মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ৪, ২০১৮, ১১:৩১ AM / ৪৮
অভিযানে আইএস নেতা বাগদাদির ছেলের মৃত্যু

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির এক ছেলে অভিযান চলাকালে নিহত হয়েছে। সিরিয়ার হোমস শহরের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে তিনি নিহত হয়েছেন বলে মঙ্গলবার দাবি করেছে আইএস পরিচালিত একটি নিউজ চ্যানেল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘খলিফার (বাগদাদি) ছেলে হুদাইফাহ আল-বদরি হোমস শহরের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে নুসাইরিয়াহ (একটি সম্প্রদায়) এবং রাশিয়ানদের বিরুদ্ধে অভিযান চলাকালে নিহত হয়েছেন।’

বিবৃতিতে এক যুবকের ছবি প্রকাশ করা হয়েছে, যার কাঁধে রয়েছে আসল্ট রাইফেল। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

বাগদাদি কোথায় আছেন তা জানে না কেউ। তবে মঙ্গলবারের বিবৃতি দেখে মনে হচ্ছে, তিনি জীবিত আছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে মসুলের একটি মসজিদ থেকে তথাকথিত খেলাফতের ঘোষণা দেওয়ার পর থেকে কয়েক বার বাগদাদির নিহত ও আহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ বাগদাদির ৪৬ মিনিটের একটি অডিও প্রকাশ হয়। আল-ফুরকান নিউজ গ্রুপের প্রকাশ করা ওই অডিও কখন ধারণ করা তা উল্লেখ করা হয়নি। ওই অডিওতে বাগদাদি ইরাক ও সিরিয়ায় যুদ্ধ অব্যাহত রাখা এবং বিশ্বের অন্যান্য স্থানে পশ্চিমাদের বিরুদ্ধে হামলা চালাতে অনুসারীদের প্রতি আহ্বান জানান।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:২৮এএম/৪/৭/২০১৮ইং)