• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

অভিভাবকদের ‘কেইলা’ পুতুল ধ্বংসের পরামর্শ জার্মানির


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০১৭, ৭:৫২ PM / ২৮
অভিভাবকদের ‘কেইলা’ পুতুল ধ্বংসের পরামর্শ জার্মানির

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : শিশুদের জন্য তৈরি কথা বলা পুতুল ‘মাই ফ্রেন্ড কেইলা’ ধ্বংস করার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সি। তারা বলছে এই পুতুলের মধ্যে থাকা স্মার্ট প্রযুক্তির কারণে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

‘মাই ফ্রেন্ড কেইলা’ পুতুল শিশুদের কথা শুনে সেই অনুযায়ী উত্তর দিতে পারে। পুতুলটির মধ্যে থাকা ব্লুটুথ দিয়ে ইন্টারনেটের মাধ্যমে একটি অ্যাপ ব্যবহার করে এই আলাপচারিতার কাজ চলে। একারণে হ্যাকাররা এই অসুরক্ষিত ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে শিশুটির সঙ্গে গোপনে সরাসরি যোগাযোগও রক্ষা করতে পারবে।

বিবিসি জানায়, ২০১৫ সালের জানুয়ারিতে সর্বপ্রথম যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভোক্তারা ‘কেইলা’ পুতুলের সফটওয়্যরে দুর্বলতার বিষয়টি নিয়ে অভিযোগ করে।

জার্মানির আইন অনুযায়ী, অবৈধ নরজদারি বা এজন্য ব্যবহৃত যেকোনো ধরনের যন্ত্র বিক্রি নিষিদ্ধ। পুতুলটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘জেনেসিস টয়েস’ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র : বিবিসি
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:৫০পিএম/২০/২/২০১৭ইং)