• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

অবশেষে বদলী হলেন ওসি সুবীর দত্ত, এলাকায় মিষ্টি বিতরণ


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০১৮, ১০:২৫ PM / ৪৩
অবশেষে বদলী হলেন ওসি সুবীর দত্ত, এলাকায় মিষ্টি বিতরণ

স.ম ওসমান গনী সোহাগ, সাতক্ষীরা : এলাকার নিরীহ মানুষদের ধরে ক্রসফায়ার, পায়ে গুলি সহ ডজন মামলার আসামী করার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায়, ওসি’র বাসায় অনৈতিক কর্মকান্ডের সাথে বহুল বিতর্কিত ওসি সুবীর দত্তের বদলীতে কালিগঞ্জ থানা এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভয়ে রয়েছে চাঁদাবাজ ওসি’র অন্যতম সহযোগী সাংবাদিক পরিচয় দানকারী আরেক চাঁদাবাজ টেমী হাফিজ সহ দুর্নীতিবাজ পুলিশ অফিসাররা। ওসি’র জোরে থানার দালাল ও আওয়ামীলীগের নেতা পরিচয় দানকারী কথিত নেতারা অনেক নিরীহ জনগনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, মামলার ভয় দেখিয়ে অর্থ বানিজ্যে জড়িতদের বিরুদ্ধে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, সুবীর দত্ত ১১/১১/২০১৭ তারিখে কালিগঞ্জ থানায় যোগদানের পর থেকে থানা এলাকার প্রায় তিন শতাধিক ব্যাক্তিকে বিনা মামলায় ধরে ধরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে অল্পদিনেই কোটিপতি হয়ে গেছেন। এখবরে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান বাদী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয়, পুলিশের আইজি, এন এস আই, ডি জি এফ আই, ডি আই জি সহ সরকারে গুরুত্বপূর্ন দপ্তরে ওসির হীন কর্মকান্ডের প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেন। অবশেষে ২৪ এপ্রিল ২০১৮ তারিখ রাতে বহুল সমালোচীত, বিতর্কীত, নারী ও মদে মত্ত ওসিকে বদলীর আদেশ হয়। এ সংবাদে কালিগঞ্জ থানা এলাকায় মিষ্টি বিতরণ ও স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২২পিএম/২৫/৪/২০১৮ইং)