• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

শুধু তুমি


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০১৮, ১১:১৯ AM / ৩৮
শুধু তুমি

মাফরুহা মিতু আহসান

_____________________________________

শুধু তুমি ছিলে বলেই
আলোকিত এই ভোর
শুধু তুমি ছিলে বলেই
আনন্দ ছন্দে বিভোর
শুধু তুমি ছিলে বলেই
আকাশটা কত্ত নীল
শুধু তুমি ছিলে বলেই
খুঁজে পাইনি অমিল
তুমি পাশে আছো বলে
এতটা ভরসা করি
তুমি সাথে আছো বলে
রং পেন্সিলে আঁকি

তুমি ছিলে তাই তো
মনকে বলতে পারি
শুধু তুমি পাশে বলেই
সহজ হয়ছে সবই
শুধু তুমি ছিলে বলে
জীবনকে ভালো বাসি
শুধু তুমি পাশে বলেই
মানুষ হয়ে বেঁচে আছি।