• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

আবু নাসিরের – অপবিত্র আত্মা


প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৩, ৯:১৯ PM / ২৩৯
আবু নাসিরের – অপবিত্র আত্মা

_________________________________________________আবু নাসির

কবিতার কথা বদলাতে চাও!
তার আগে নিজেকে বদলে ফেলো।
তা না হলে তুমি নিজেই
নিজেকে অপবিত্র করার
দায় এড়াতে পারবে না।
কথার ফুল ঝুরি দিয়ে
মানুষের দৃষ্টি নিজের দিকে আনো
অথচ একটা কথার বাস্তবায়ন করো না
তোমাকে কি বলে জানো?
জানো না! তুমি একটা মোনাফেক
নষ্ট দূর্গন্ধময় জীবন যাপন করো।
তোমাকে দেখে রাস্তার নেড়ি কুকুটা
ঘৃনায় ঘেউ ঘেউ করে অথচ তুমি অবোধ
এটা বোঝার ক্ষমতা তোমার নাই তুমি অন্ধ
লোভ, লালসা আর ক্ষমতা পেয়ে
এই প্রভাবে তুমি একজন প্রতারকও বটে।
আরো কতো যে টাইটেল তোমাদের পাওনা
সে হিসাব কারো নেই জানা
আছে তোমাদের জন্য জনতার এক রাশ ঘৃনা।।

কবি – আবু নাসির