• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

ভয়


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০১৮, ২:২৫ PM / ৩৮
ভয়

আবু নাসির

____________________________________________

আমি তো কোন দিন ভাবিনি
সেই তুমি আবার আসবে ফিরে!
আমার এই ভাঙ্গা কুটিরে
যেখানে জল আর হাওয়ার
লুটোপুটির মাঝে এসে
তারার আলো চাঁদের জ্যোৎস্না
আপন মনে খেলা করে।
আমি ভাবতেই পারিনি
তোমার ঐ পটল চেরা আঁখি দু’টি
আবার আমার আঁখি পাতে
দৃষ্টি মেলে মিষ্টি হাসবে
যে হাসি আমায় বেঁধে রেখেছে
কতো জনমের তরে।
শুধু ভয় আবার যদি ঘরছাড়া পাখি
ফিরে এসে না থাকে ঘরে
যে হারানোর ব্যথা এতো দিন
কিছুটা নিয়েছিলাম সয়ে
আবার সে হারানোর ব্যথা
আমার এ ব্যথাতুর বুকে
দ্বিগুন হয়ে আসবে ফিরে।