• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

বে-দরদী


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩, ২:৩৩ PM / ১৬২
বে-দরদী

আবু নাসির

_____________________________________________________

দরদী মন কেন আজ
আমার বেলায় বেদরদী!
সাগরের ঢেউ এর মত
উথাল পাথাল মনের নদী।
প্রিয়ার প্রেম বিহীন এক
ভালোবাসার গোলক ধাঁধা
কেন যে পাগল মন আজ
কার মায়ায় পড়লো বাঁধা।
সাঁঝের বেলার আবীর রঙে
রাঙে না আর পোড়া মনটা
তাহলে বাজবে কি আজ
প্রেম সমাপ্তির শেষের ঘন্টা?
দরদিয়ার দরদ কেন
বিঘ্ন ঘটে আমার বেলায়
জীবনের দরদী জন
আমায় ছেড়ে দুরে চলে যায়।
হতাশার বালুর ঝড়ে
আজ আমি দিশে হারা
পালানোর নেই তো উপায়
রাহু আমায় দেয় পাহারা।
বে-দরদী দাও তুমি আজ
দিল দরদীর আগল খুলে
নইলে যাবো আমি যে আজ
ডুবে গহীন সাগর তলে।।