• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

৮ জুলাই পর্যন্ত খালেদার আপিল শুনানি মুলতবি


প্রকাশের সময় : জুলাই ৩, ২০১৮, ২:৩৬ PM / ৮৪
৮ জুলাই পর্যন্ত খালেদার আপিল শুনানি মুলতবি

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল শুনানি আগামী ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আদালত। এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

আদালত থেকে বের হয়ে জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে আপিল বিভাগের একটি নির্দেশনা রয়েছে। ওই নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে আমরা রিভিউ করেছি। বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় আছে। আজ হাইকোর্ট বিভাগকে এসব বিষয় অবহিত করার পর ৮ জুলাই বেলা দুইটা পর্যন্ত মুলতবিরর আদেশ দেয়া হয়।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত।

ওইদিন থেকেই রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৩২পিএম/৩/৭/২০১৮ইং)