• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

২২ আগস্ট বাংলাদেশে কোরবানীর ঈদ


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০১৮, ১০:৪৩ PM / ৪০
২২ আগস্ট বাংলাদেশে কোরবানীর ঈদ

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে যিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ আগামী ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আযহা তথা কুরবানির ঈদ উদযাপিত হবে। রোববার(১২ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।

বৈঠকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, রোববার বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে যিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১০ যিলহজ ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আযহা বাংলাদেশে কুরবানি ঈদ এবং বকরা ঈদ হিসেবেও পরিচিত। পবিত্র যিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে হালাল পশু দিয়ে কুরবানি করা যাবে।

প্রসঙ্গত, ভৌগলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়ে একদিন পরে বাংলাদেশে নতুন চাঁদ দেখা যায়। এজন্য বাংলাদেশে রোজা ও ঈদ একদিন পরেই উদযাপন করা হয়। তবে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করা হয়।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৪০পিএম/১২/৮/২০১৮ইং)