• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

২০০ বছর আগের হাতির কঙ্কাল উদ্ধার সাতক্ষীরায়


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০১৭, ৭:৩৬ PM / ৩৬
২০০ বছর আগের হাতির কঙ্কাল উদ্ধার সাতক্ষীরায়

ঢাকারনিউজ২৪.কম:

সাতক্ষীরায় পুকুর খননের সময় ২০০ বছরের পুরনো হাতির কঙ্কাল উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে দেবহাটা উপজেলায় শ্রমিকরা পুকুর থেকে মাটি খনন করে তোলার সময় হাতির কঙ্কালগুলো উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, উপজেলার কোড়া গ্রামের শেখ আব্দুল হামিদের পুকুর খনন করছিলো শ্রমিকরা। এ সময় শক্ত কিছু বস্তুর সন্ধান পাওয়া যায়। এতে আতঙ্ক গ্রস্ত হন শ্রমিকরা। পরে তারা সেখান থেকে হাতির পা, মেরুদণ্ডসহ দেহের বেশ কিছু অংশ উদ্ধার করেন।

স্থানীয় প্রবীণরা জানান, এই এলাকায় এক সময় নদী ছিলো। ধারণা, দুই থেকে আড়াইশ` বছর আগে কোন হাতি এখানে পানিতে ডুবে মারা যায়। কঙ্কালটি বালির মধ্যে থাকার কারণে এখনো অনেকটা ভালো।

জানা গেছে, পাঁচ-ছয় বছর আগে ওই একই পুকুর থেকে মাটি খননের সময় হাতির মাথা ও কিছু অংশের কঙ্কাল উদ্ধার করা হয়েছিলো। তখন সেগুলো ঢাকা থেকে সরকারের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা গিয়ে নিয়ে যান। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলেও জানা গেছে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৭.৩৫পিএম/২১//২০১৭ইং)