• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

১৪ বছর পর সেই ভেনাস


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০১৭, ১১:১৫ AM / ৫৬
১৪ বছর পর সেই ভেনাস

 
ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : তারা দুই বোন একসময় একইসঙ্গে সমানতালে মেয়েদের টেনিসে দাপট দেখিয়েছেন। দিন অনেকটা বদলেছে। এক বোন সেরেনা উইলিয়ামস এখনও দাপট দেখিয়ে চলছেন। রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আরেক বোন ভেনাস উইলিয়ামস সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন। এজন্য অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালের টিকিট কাটার পর ভেনাসের জন্য বড় শিরোনাম। ১৪ বছর পর যে এই প্রতিযোগিতার সেমিতে পার রাখলেন তিনি।

রাশিয়ান অ্যানাস্তেশিয়া প্যাভলৌচেনকোভাকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে পা রেখেছেন ভেনাস। ২৪তম বাছাই অ্যানাস্তেশিয়াকে ৬-৪, ৭-৬ (৭-৩) সেটে হারিয়েছেন ১৩তম বাছাই ভেনাস।

৩৬ বর্ষী ভেনাসের অবশ্য কখনো অস্ট্রেলিয়ান ওপেনের টাইটেল জেতা হয়নি। এই টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্য রানার্সআপের খেতাব। সেটিও প্রিয় বোন সেরেনার কাছে হেরে। যেটি ২০০৩ সালের ঘটনা।

সেমিফাইনালে ভেনাসকে আমেরিকার কোকো ভ্যানডৌঘের বিপক্ষে পরীক্ষা দিতে হবে। ভ্যানডৌঘে সপ্তম বাছাই স্প্যানিশ গারবিন মুগুরুজাকে উড়িয়ে সেমির টিকিট কেটেছেন। ২৫ বর্ষী ভ্যানডৌঘের এটি প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে পা রাখার অভিজ্ঞতা।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:১৫এএম/২৪/১/২০১৭ইং)