• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

হৈমন্তীর আপন


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২০, ৯:১১ PM / ৩৮
হৈমন্তীর আপন

রিটন মোস্তাফা

________________________________________

বেলা শেষের দমকা হাওয়া
নুয়ে পড়ে আবাদি শস্য রাজ্য।

হিম শীতলে বেলা পড়ার ডাক
আঁধার নামে হৈমন্তীর আঁচলে।

কেঁদে ওঠে প্রিয়তমা অন্তিম ক্ষণে
প্রিয় তার জগতজয়ী আঁচলে ঢেকে।

শকুনের ডানায় মৃত্যু দূতের ভয়
কেঁদে ওঠে অন্তিম সূর্য বুকে নিয়ে।

চলে যাবে প্রিয়তম মেঘের পালকে
চলে যাবে তার প্রিয়তম ঘন আঁধারে।

হারানোর হাহাকর কাঁচ রঙা চোখে
প্রিয় যে সে তাকে ছাড়ে কি করে?

কত কত স্বপ্ন দুচোখে টপটপ জলে
কেঁদে ওঠে হৈমন্তী হারানোর কষ্টে।

জাপটে ধরে,বহুকালের স্বপ্ন পুরুষ
যে হেলে পরে আছে বুকের জমিনে।

কাঁপা কাঁপা ঠোঁটে অস্ফুট উচচারণ
চলে গেলাম হৈমন্তী, বিদায় এখন।

অবশেষে মৃত্যু আসে অদৃশ্য অস্তিতে
তার বুকে পড়ে থাকে একটি আপন।