• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

হে নাথ


প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০১৮, ২:৩০ PM / ৪৪
হে নাথ

 আবু নাসের
______________________________________________
গোলাপকে যেমন কন্টক ঘিরে রাখে
মধুকে যেমন মধুমক্ষিকা ঘিরে রাখে
হীরককে যেমন অংগার ঘিরে রাখে
স্বর্নরে যেমন খাদ ঘিরে রাখে
মুক্তারে যেমন সুক্তি ঘিরে রাখে
শশধরকে যেমনি জলধর ঘিরে রাখে
মাধুর্য্যকে যেমন লজ্জ্যা ঢেকে রাখে
সৌন্দর্যকে যেমনি আব্রু ঘিরে রাখে
সুমিস্ট বচনকে যেমন অধর ঘির্য়া রাখে
সুখস্বপ্নগুলোকে যেমন আঁখি পল্লব ঘিরে রাখে
তেমনি করে প্রেমভাণ্ডকে তিঁনি ঘিরে রেখেছেন
যাতে সহসা তাঁর প্রেমাঘারে কেউ হানা দিতে না পারে !

কাঁটার আঘাতে জর্জরিত রক্তাক্ত হয়েই
তাঁর প্রেমের পথের ভিখারী হয়ে পথ চলতে হয় ।
এ পথ যে বেশ পিচ্ছিল, স্বাপদশংকুল !

হে নাথ ! আমি কি চিনতাম তোমায়, যদি না চেনাতে “

নাও না বুকে আমায় !
আর কতকাল দহন জ্বালায় জ্বালাবে আমায় !