• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

সৌদি আরবে নামাজের সময় দোকান খোলা নিয়ে নতুন আইন অনুমোদন


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০১৯, ১০:২৮ AM / ৭৩
সৌদি আরবে নামাজের সময় দোকান খোলা নিয়ে নতুন আইন অনুমোদন

সৌদি থেকে সবুজ আহমেদ : সৌদি আরবে নামাজের সময় দোকান খোলা রাখা যাবে এ মর্মে নতুন আইনের অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রীসভা। সৌদি সরকারের আগের আইন অনুযায়ী নামাজের সময় দোকান খোলা থাকলে তিন দিনের জেল এবং মোটা অংকের জরিমানা করার বিধান চালু ছিল।

কিন্তু গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) নতুন করে সৌদি আরবের মন্ত্রীসভা নামাজের সময় ব্যবসা প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে মর্মে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সৌদি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নামাজের সময় সকল ব্যবসা প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে দেয়ার বিষয়ে নতুন করে চিন্তা করার দাবী জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে কাল নতুন করে এই সিদ্ধান্ত দিলো সৌদি সরকার।তবে কোন কোন প্রতিষ্ঠান কি কি শর্ত সাপেক্ষে নামাজের সময় খোলা থাকবে তার একটা নির্দেশনা শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এতদিন যাবত সৌদি আরবে পাচ ওয়াক্ত নামাজের সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতো।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:২৭এএম/১৭/৭/২০১৯ইং)