• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

মে দিবসে নিহত শ্রমিকদের স্মরণে না.গঞ্জে প্রদীপ প্রজ্বলন ও সমাবেশ


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ১০:৪৫ PM / ৬০
মে দিবসে নিহত শ্রমিকদের স্মরণে না.গঞ্জে প্রদীপ প্রজ্বলন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : শ্রমাধিকার আদায়ের সময় নিহত শ্রমিকদের স্মরনে প্রদীপ প্রজ্বলন ও মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় শ্রমিকধারা নারায়ণগঞ্জ শাখার আয়োজনে ৩০ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী। প্রধান বক্তা ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মনির জামান, আফতাব মন্ডল, মনসুর গাজী, মো. মিলন, মো. শরীফ প্রমুখ। সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা।

এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য যে শ্রমিকদের রক্ত-শ্রম-মেধার উপর একের পর এক প্রাসাদ গড়ে উঠলেও শ্রমিক ও তাদের পরিবার থেকে যাচ্ছে যুগের পর যুগ ভয়ংকর অন্ধকারে। বাংলাদেশে রানা প্লাজাসহ সকল শ্রমিক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে কমপক্ষে ১০ লাখ, আহতদের সুচিকিৎসা এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষিত করার লক্ষে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

এরপর নিহত শ্রমিকদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।