• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

সৌদিতে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের ছাড়


প্রকাশের সময় : মে ৯, ২০১৯, ১০:১৪ AM / ৫৮
সৌদিতে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের ছাড়

সৌদি থেকে সবুজ আহমেদ : পবিত্র রমজানের সন্মানে পুরো সৌদিতে ব্যবসায়ীদের মূল্যছাড়ের প্রতিযোগিতা চলছে।রোজা উপলক্ষে সৌদিতে সকল সুপার মার্কেটেসহ খুচরা পণ্য বিক্রি করা দোকান গুলোতেও চলছে পণ্যের ওপর বিশেষ ছাড়।
রিয়াদে সরেজমিনে গিয়ে বড় বড় শপিংমল ও পাইকারি দোকানগুলো ঘুরে তা দেখা গেছে,প্রায় সব সুপারশপ গুলোতে নিত্যপ্রয়োজনিও দ্রব্যাদির উপর ডিসকাউন্টের বিশেষ অফার ঘোষণা করেছে।প্রতি বছর রমজান উপলক্ষে সৌদিতে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে মূল্যছাড়ের হিড়িক পড়ে।তারি ধারাবাহিকতায় এবারও সর্ববৃহত সুপার মার্কেটগুলোতে বিশেষ করে হাইফার পান্ডা,ওথাইম, লুলু সুপার মার্কেট,আল জেরির বুক, নেস্টু,সেন্টার পয়েন্ট,তামিমি,ক্যারিফোর,সিটি ম্যাক্স,হ্যারাম সেন্টারে অভাবনিয় মূল্যছাড় দিচ্ছে।শুধু মূল্য কমানোর ঘোষণা দিয়েই বসে নেই প্রতিষ্ঠানগুলো পাশাপাশি কোন নিত্যপ্রয়োজনিও দ্রব্যমূল্যের ওপর কত ছাড় তা জানাতে প্রিুন্ট ও ইলেকটনিক্স মিড়িয়াসহ সোশ্যাল মিড়িয়ায় তা বিজ্ঞাপণ আকারে প্রকাশ করে গ্রাহকদের জানিয়ে দিচ্ছে।এ ছাড়াও বুকলেট ছাপিয়ে বাসার দরজায় পৌঁছে দিচ্ছে এবং হ্যান্ডবিলের মাধ্যমে পথে চলা মানুষদের কোন পণ্যে কত মূল্যছাড় দিচ্ছে তাও জানিয়ে দেয়া হচ্ছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:১৭এএম/৯/৫/২০১৯ইং)