• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

সৌদিতে প্রথমবারের মত হতে যাচ্ছে ‘ফ্যাশন সপ্তাহ’


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০১৮, ১১:২১ AM / ১২৯
সৌদিতে প্রথমবারের মত হতে যাচ্ছে ‘ফ্যাশন সপ্তাহ’

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : সম্প্রতি চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো ‘আরব ফ্যাশন সপ্তাহ’র আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে ফ্যাশন সপ্তাহ পালনের ঘোষণা দেন সৌদি রাজকুমারী নাওরা বিনতে ফয়সাল।

রাজধানী রিয়াদের অ্যাপেক্স সেন্টারে আরব ফ্যাশন কাউন্সিলের (এএফসি) আয়োজনে আগামী ২৬-৩১ মার্চ পর্যন্ত এ ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত চলবে।

%e0%a7%a6

দেশটির সংস্কৃতি ও বিনোদন বিষয়ক কর্তৃপক্ষের একটি চিঠি পড়ে এএফসি অনারারি প্রেসিডেন্ট এ সৌদি রাজকুমারী নাওরা বলেন, সৌদি আরবের শিল্পখাতে সৃজনশীলতার প্রসার ঘটছে। ফ্যাশন ডিজাইনাররা বেশ কয়েক বছর ধরে আস্থাশীলতার সাথে কাজে যাচ্ছেন। তাদের জন্য এ ধরণের ফ্যাশন সপ্তাহ বড় ধরণের সুযোগ। এখানে তারা তাদের শৈল্পিক কাজগুলোর প্রদর্শণের সুযোগ পাবেন। সেইসাথে বিনোদনেরও সুযোগ সৃষ্টি হবে বলে মনে করে কর্তৃপক্ষ। এ ধরণের আয়োজনের পৃষ্টপোষক হতে পেরে আমরা গর্ববোধ করছি।

এএফসির কান্ট্রি ডিরেক্টর লায়লা ইসা আবু জায়িদ বলেন, প্রথমবারের মত এ ধরণের প্রদর্শনীর মধ্যে দিয়ে এখন থেকে আমরা বিশ্বমানের ফ্যাশন সপ্তাহ আয়োজন করতে পারব। এ ধরণের আয়োজন শুধু ফ্যাশন বা বস্ত্রখাতকেই নয় একইসাথে পর্যটন, ভ্রমণ ও বাণিজ্যখাতেরও সহায়ক হবে।

উল্লেখ্য, এ প্রদর্শনীতে শুধুমাত্র আরব দেশগুলোই নয় অন্যান্য দেশের ডিজাইনাররাও এতে অংশগ্রহণ করতে পারবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরেএম/১১:২০এএম/২২/২/২০১৮ইং)