• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

সুশাসনের অভাবেই হত্যাকাণ্ড ঘটছে : এরশাদ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০১৭, ৯:৩১ PM / ৫০
সুশাসনের অভাবেই হত্যাকাণ্ড ঘটছে : এরশাদ

 

ঢাকারনিউজ২৪.কম, পটুয়াখালী : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমানে দেশে এখন অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে কিন্তু সুশাসন নেই। এই কারণে সাংবাদিকসহ প্রতিনিয়ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক নিহত হওয়া প্রসঙ্গে এরশাদ বলেন, ‘প্রশাসনিক দক্ষতা না থাকলে এ ধরনের ঘটনা ঘটে। সে জন্য আমি সুশাসনের প্রয়োজনীয়তার কথা বলি। দেশে বর্তমানে অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে কিন্তু সুশাসন না থাকায় এসব ঘটনা ঘটেছে।’

নির্বাচন কমিশন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আগে অনেক বিতর্ক ছিল। আমি প্রায়ই বলতাম, বর্তমান নির্বাচন কমিশনে যিনি আছেন তিনি মেরুদণ্ডহীন। ওনার কোনো ব্যক্তিত্ব ছিল না, সে জন্য নির্বাচন সুষ্ঠু হয়নি। আমরা আশা করব সার্চ কমিটির মাধ্যমে যিনি নির্বাচন কমিশনে আসবেন, প্রধান নির্বাচন কমিশনার হবেন তিনি নিরপেক্ষ হবেন। আগামী নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে এটা আমাদের আশা।’

এর আগে পটুয়াখালীতে আঞ্চলিক বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন এরশাদ। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৩০পিএম/৪/২/২০১৭ইং)