• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

সুনামগঞ্জে শতাধিক বিএনপি নেতাকর্মীর পদত্যাগ


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০১৮, ৩:২০ PM / ১১৬
সুনামগঞ্জে শতাধিক বিএনপি নেতাকর্মীর পদত্যাগ

সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ : সাবেক হুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি কমিটি থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার সকালে শহরের কাজীপয়েন্ট এলাকায় লতিফা কমিউনিটি সেন্টারের সেমিনার হলে লিখিত বক্তব্যে পাঠ করেন বিএনপি নেতা অ্যাডভোকেট আমিরুল ইসলাম।  তিনি বলেন, বিগত ২৫ অক্টোবর  সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে আকবর আলী সভাপতি ও  সেলিম উদ্দিনকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়। তারা দুজন দীর্ঘ ২৫ বছর ধরে দুটি পদে বহাল রয়েছেন। এতো দীর্ঘ সময় নেতৃত্বে থাকার পরও সাবেক হুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার অত্যন্ত ঘনিষ্ট ও আস্থাভাজন হিসেবে তারা কমিটিতে পদে বহাল থাকেন। কমিটি গঠনের ক্ষেত্রে তৃণমুলের কোন মতামত নেয়া হয়নি।  তৃণমুলের গ্রহণযোগ্যতা না পাওয়ায় ১০ দিনের ব্যবধানে গত ৫ নভেম্বর তাদের স্বপদে বহাল রেখে আবারও কমিটি ঘোষণা করা হয়।  কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় গঠনতন্ত্র ও গণতন্ত্র কোন কিছুই অনুসরন করা হয়নি বলে উল্লেখ করা হয়।  বিএনপি নেতা মোঃ মোর্শেদ আলম বলেন, দুটি কমিটিতে ব্যাপকভাবে স্বজনপ্রীতি ও একজন প্রভাবশালী নেতার ঘরের লোকদের প্রাধান্য দেয়া হয়েছে।  পদত্যাগী সদর উপজেলা  কমিটির সহ-সভাপতি  ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বলেন,  এভাবে ঘরের লোকদের নিয়ে কমিটি গঠন করায় সংগঠন ক্ষতিগ্রস্ত  হয়েছে।  দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।  সহসভাপতি ও গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া বলেন, জেলা কমিটির প্রতি আমাদের কোন অভিযোগ নেই। তাদের চাপ সৃষ্টি করে কমিটি ঘোষণা দেয়া হয়েছে। রাজপথে বা নির্বাচনে একমিটি কোন ভুমিকা রাখতে পারবে না। লক্ষণশ্রী  ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন,  দলের ক্রান্তিকালে ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিটি দেয়া হয়েছে। বিএনপির নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে। তিনি অবিলম্বে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন বিষয়টি আমি শুনেছি। এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। পদত্যাগ পত্র হাতে পাওয়ার পর বিষয়টি হাই কমান্ডকে জানানো হবে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৩:২২পিএম/১২/১১/২০১৮ইং)