• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জে অবিরাম বৃষ্টি, সুরমা নদীর পানি বিপদসীমার ৭৩ সে.মি. উপরে


প্রকাশের সময় : জুন ২৮, ২০১৯, ৭:৪৯ PM / ৩১
সুনামগঞ্জে অবিরাম বৃষ্টি, সুরমা নদীর পানি বিপদসীমার ৭৩ সে.মি. উপরে

সুনামগঞ্জ সংবাদদাতা : গত কয়েক দিনের টানা অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
সুনামগঞ্জ পৌরসভার নিম্নাঞ্চলের তেঘরিয়া, সাববাড়ির ঘাট, বড়পাড়া,মল্লিকপুর, ওয়েজখালী,নবীনগর,ষোলঘরসহ বেশ কিছু নদী তীরবর্তী অঞ্চলের আবাসিক এলাকা ঢলের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া শহরের জামতলা, আরপিননগর, পশ্চিমবাজার, পশ্চিম নুতনপাড়া, শন্তিবাগসহ বেশ কিছু আবাসিক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদ সীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৪১৫ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি ঘন্টায় সুরমা নদীর পানি গড়ে ৮ সেন্টিমিটার করে বাড়ছে। আকস্মিক ঢলে কয়েক লাখ ঘনফুট বালি ভেসে গেছে বলে জানান বালি পাথর ব্যবসায়ীগন। নদীতে পানি বৃদ্ধির কারণে হাওর এলাকার নদনদীগুলোতেও পানি অস্বভাবিক ভাবে বাড়ছে। এছাড়া তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার হাটবাজার গুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ফলে জেলার নিম্নআয়ের কেটে খাওয়া মানুষজন বৃষ্টিপাতের ফলে ঘর থেকে কাজের সন্ধানে বাহিরে যেতে না পারায় অনাহারে অধার্হারে জীবন জীবিকা নিবার্হ করছেন। এদিকে বণ্যা পরিস্থিতির আরো অবনতি হলে বিভিন্ন আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৭:৪৮পিএম/২৮/৬/২০১৯ইং)