• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

সুইজারল্যান্ডে শেখ হাসিনা প্রতিরোধে বেলজিয়াম বিএনপির অংশগ্রহণ


প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০১৭, ৯:২২ PM / ৪৭
সুইজারল্যান্ডে শেখ হাসিনা প্রতিরোধে বেলজিয়াম বিএনপির অংশগ্রহণ

 

আলম হোসেইন, সুইজারল্যান্ড : ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে সুইজারল্যান্ডের ডাবসে শেখ হাসিনার অংশগ্রহনের প্রতিবাদে বেলজিয়াম বিএনপি সুইজারল্যান্ডে কনফারেন্স হলের সামনে শেখ হাসিনাকে কালো পতাকা প্রদর্শন করে। নেতাকর্মীরা শ্লোগান ও ব্যানার ফেস্টুন প্রদর্শন করে তাকে ধিক্কার জানান। বিক্ষোভে বেলজিয়াম বিএনপির সাবেক সাংগটনিক সম্পাদক ইকবাল হোসেন বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি যোসেফ দাশগুপ্ত রাকিব হাসান প্রধান আবু বক্কর ফারুক মোল্লা

বিক্ষোভ সমাবেশে বেলজিয়াম বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য বলেন, শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম অংশগ্রহনের নামে দেশের সাধারণ জনগনকে অশান্তিতে রেখে দেশের টাকা অপচয় করে নিয়মিত ভ্রমন করছে দেশেদেশে। শেখ হাসিনার অবৈধ সরকারের দু:শাসন ও মানবাধিকার লংঘনের ঘটনা এখন বিশ্বে সুপরিচিত। অথচ নির্লজ্জের মতো যে ইউরোপ আমেরিকা তাকে ও তার দলকে প্রত্যাখ্যান করেছে সেখানেও তিনি ভ্রমণ করতে আসেন। সাথে নিয়ে আসেন শতশত আওয়ামী দালাল। এখন সময় শেখ হাসিনা ও তার সরকারকে প্রতিরোধ করার। দেশ শাসনের নামে দুশাসন ও বাকশাল প্রতিরোধ করতে হবে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:২০পিএম/২০/১/২০১৭ইং)