• ঢাকা
  • শুক্রবার, ১০ মে ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

সিরিয়ায় বিস্ফোরণ : ব্রিটিশ সেনা নিহত


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০১৮, ১০:০৮ AM / ৩৯
সিরিয়ায় বিস্ফোরণ : ব্রিটিশ সেনা নিহত

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : সিরিয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এক ব্রিটিশ সেনা নিহত হয়েছে। দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী অভিযান শুরুর পর এই প্রথম কোনো ব্রিটিশ সেনা নিহতের ঘটনা ঘটল।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই সেনা সদস্যের নাম সার্জেন্ট ম্যাট টনরো। তিনি প্যারাস্যুট রেজিমেন্টে কর্মরত ছিলেন। তার সঙ্গে এক মার্কিন সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যারাস্যুট রেজিমেন্টের তৃতীয় ব্যাটালিয়নের সদস্য টনরো মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনকালে গত ২৯ মার্চ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটে সংযুক্ত ছিলেন ৩৩ বছর বয়সী টনরো। ওই বোমা বিস্ফোরণে তার সাথে এক মার্কিন সেনাও নিহত হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:০৮এএম/১/৪/২০১৮ইং)