• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

সালমান আবিরের ‘জলকাব্য’


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০১৯, ১১:২৩ AM / ৩৮
সালমান আবিরের ‘জলকাব্য’

________________________________
চারিদিকে জল করে ছলো ছল
ছুটে চলে তরী জলো ছবি ধরি
অতৃপ্ত হৃদয় হাহাকার ভরি
তৃষ্ণার্ত তবু ছুটে চলি জলে

সূর্য কিরন করে চিকিমিকি
মাঝি মাল্লার ছুটি থাকি থাকি
তবুও আমি তৃষ্ণার্ত দারকাক
নাও খানা ভরি কতো বসত করি

জলপ্রেম মোদের পূর্ন চন্দ্রিমার
মুছে যাক যতো হৃদয় কালিমা
প্রেমহীন বলে অতৃপ্ত জলে
তৃষ্ণার্তা আমি জলপথে জলছবি
(সালমান আবির)