• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

সাপাহারে আউশ চাষে প্রণোদনার সার ও বীজ বিতরণ


প্রকাশের সময় : মে ১, ২০১৯, ১১:০৮ AM / ৩২
সাপাহারে আউশ চাষে প্রণোদনার সার ও বীজ বিতরণ

 
সাপাহার(নওগাঁ)সংবাদদাতা: নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, জেলা পরিষদ সদস্য মন্মত সাহা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ,উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা আতাউর রহমান সেলিম, তিলনা ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দীন,উপসহকারি কৃষি কর্মকর্তা বাবুল হোসেন সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে ১ হাজার ৭০জন কৃষকের মাঝে ১বিঘার জন্য প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানবীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ (এমওপি) সার দেয়া হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:০৯এএম/০১/০৫/২০১৯ইং)