• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

শেয়ারবাজার পতনে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা : অর্থমন্ত্রী


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০১৯, ৭:২১ PM / ৩২
শেয়ারবাজার পতনে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা : অর্থমন্ত্রী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল বলেছেন, গত কিছু দিন ধরে দেশের শেয়ারবাজারে যেভাবে সূচকের পতন হচ্ছে এর পিছনে কেউ জড়িত থাকতে পারে। তবে বাজারের পতনে জড়িত যেই থাকুক তাকে খুঁজে বের করা হবে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার বিকেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশের শেয়ারবাজারে সূচকের উঠা-নামা হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই বিনিয়োগকারীদের চিন্তিত হওয়ার কিছু নেই। বর্তমান শেয়ারবাজার সঠিক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আসছে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের জন্য বিস্তারিত করণীয় ঠিক করা হবে। বাজেটের পর বাজার নির্দিষ্ট একটা কাঠামোতে চলে আসবে।

আ হ ম মুস্তফা কামাল, শেয়ারবাজার সঠিক অবস্থানে থাকলেও গত কিছু দিন ধরে বাজারে যেভাবে পতন হচ্ছে, এর পেছনে কেউ থাকতে পারে। যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করা হবে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৩ মাস ধরে ধারাবাহিকভাবে শেয়ারবাজারে সূচক কমে আসছে। গত ২৪ জানুয়ারি ডিএসইর সাধারণ সূচক ৫৯৫০ পয়েন্ট থাকলেও ২১ এপ্রিল পর্যন্ত তা কমে ৫৩২৪ পয়েন্টে নেমে এসেছে। তিন মাসে বাজার সূচক হারিয়েছে প্রায় ৬২৬ পয়েন্ট বা ১০.৫২ শতাংশ।

এছাড়া ৪ লাখ ১৯ হাজার ৯৮৮ কোটি টাকার বাজার মূলধন নেমে এসেছে ৩ লাখ ৯৬ হাজার ৩৮৩ কোটি টাকায়।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:২০পিএম/২২/৪/২০১৯ইং)