• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা


প্রকাশের সময় : জুন ১৩, ২০১৮, ১০:৪২ PM / ৬৩
শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শুক্রবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।

ওই দিন সন্ধ্যায় সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে জানা গেছে।

এতে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, এ বছর রোজা ২৯টা হলে শনিবার ঈদ হতে পারে। আর রোজা পূর্ণাঙ্গ ৩০টি হলে ঈদ হবে রোববার। অবশ্য সৌদি আরবের আবহাওয়াবিদরা এ বছর রোজা ২৯টি হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৩২পিএম/১৩/৬/২০১৮ইং)