• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ Jun ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনামহীন – ১৭৫


প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২০, ১০:৪০ AM / ৩৭
শিরোনামহীন – ১৭৫

গোলাম কবির

_________________________________________

বৃষ্টি ঝরে অঝোর ধারায় চোখের কোন বেয়ে,
মন যে আমার উদাস হলো তারই কথা ভেবে। ছিলো এবং আছে সে যে আমারই অন্তরে, ডাকছি তারে তবু ব্যাকুল হয়ে ভালবাসি বলে। আসবে জানি সে একদিন কঠিন নিদানের কালে, তবুও তো মন মানে না দেখবো তারে
দু’নয়ন ভরে পূর্ণ দৃষ্টি মেলে,
হাসবেন তিনি মুচকি হাসি
আমার পাগলামি দেখে,
ভাসবো আমি সুখের ভেলায়
তাঁকে দেখতে পেয়ে,
আমার কাছে জান্নাত আর দোজখের
তখন কোনো দাম কি থাকে ?
তাই তো আমি ভালবাসি এখন চোখের জলে ভাসতে এবং সারাটি ক্ষণ তাঁরই স্মরণ
রাখি যেনো মনে আমার এই বিরহকালে!