• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবশেষে তালা খুলল সেই এক্স-রে কক্ষের


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৩, ৭:০৬ PM / ২৩৬
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবশেষে তালা খুলল সেই এক্স-রে কক্ষের

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে তালা খুলল বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই এক্স-রে কক্ষের। এ নিয়ে গত ১৬ অক্টোবর সংবাদ প্রকাশ হওয়ায় টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পরে বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চাবি নিয়ে চলে যাওয়া টেকনোলজিস্ট আল্লামা ইকবার মোর্শেদ যশোর থেকে এসে তালা খুলে দেন।

এতদিন বন্ধ রাখার কারণ হিসেবে বদলি হওয়া (স্ট্যান্ড রিলিজ) টেকনোলজিস্ট ইকবাল মোর্শদ বলেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এক্স-রে মেশিনের মধ্যে একটিতে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে।

অন্যটিতেও কিছুটা ত্রুটি দেখা দেয়। মেশিন দুটি মেরামতের জন্য নিমিউর ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করতে দেরি হয়ে যায়। যে কারণে আসা হয়নি।

শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, দুপুরে এক্স-রে কক্ষের তালা খোলা হয়েছে।

একটি মেশিনের ত্রুটি আছে। কিন্তু অন্যটি ভালো। খোলার পর সেটিতে তাৎক্ষণিক পরীক্ষামূলক এক্স-রে করে রেজাল্ট ভালো এসেছে। এখন থেকে একটিতে এক্স-রে করা যাবে।

অন্যটি মেরামতের জন্য শুক্রবার (২০ অক্টোবর) ইঞ্জিনিয়ার আসার কথা বলেছেন।