• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

শপথ – আবু নাসির


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ৫:০০ PM / ২২১
শপথ – আবু নাসির

____________________________________________

আমি নরকের আগুনে বসবাস করেও
হাসি তৃপ্তির হাসি
তোমার দেয়া আঘাত সয়েও
তোমায় ভালোবাসি।।

কাঁটার আঘাত সয়েও আমি
ফুলের যত্ন করি
তুমি চাইলে তাই তো আমি
আবার এলাম ফিরি।।

আঘাতের পর আঘাত সয়েও
অশ্রু করি সম্বরণ
আজকে আমি সর্বহারা
দিয়ে তুমি করলে হরণ।।

করুণার চেয়ে প্রেম উত্তম
তাই যাচি না করুণা
সুখের ঘরে দিয়েছো দূয়ার
ভেবেছো করবো কান্না!!

কান্না হাসির খেলা চুকিয়ে
জ্বালবো এবার আগুন
চৈত্রের ক্ষরায় লাত্থি মেরে
ছিনিয়ে আনবো ফাগুন।।

কতো কাল আর চুপ থাকবো
চুপ থাকার সময় শেষ
শির উঁচু করে দাঁড়াবো আবার
ফিরাবো সুস্থ পরিবেশ।।