• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

লাবণ্য সুখ


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০১৯, ৮:০১ AM / ৩৮
লাবণ্য সুখ

আবু নাসির

________________________________________
মোর আঙ্গিনায় তব আঁচলের বায়
ঢেউ খেলে যায় মনে
সুরের পিপাসা মিটে গেলো মোর
তোমার গানে গানে।
পায়ের নুপুরের ঝংকারে মোর
নাচলো মনের কেকা
এলো কেশের কালো মেঘ এসে
ছড়ালো রূপের রেখা।
লাবণ্য ছড়ালো তোমার হাসি
মুক্তো দাঁতের ঝিলিকে
কাজল কালো হরিণী নয়ন তব
ভরালো অন্তর স্বর্গ সুখে।
তৃষ্ণিত নেত্রের মেটে না পিপাসা
যুগ যুগান্তর নেত্র মেলে
তোমার রূপ লাবণ্যের সুধা করি পান
স্বর্গের সব অমিয় ফেলে।