• ঢাকা
  • রবিবার, ২৬ মে ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

রূপগঞ্জে গ্লোরি পরিবহনের ২টি বাসে আগুন


প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৪, ১০:৫৭ PM / ৯১
রূপগঞ্জে গ্লোরি পরিবহনের ২টি বাসে আগুন

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে গ্লোরি পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২১ জানুয়ারি) ভোর ৫ টায় উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুলতা ইউনিয়নের বলায়া এলাকায় ভোর ৫ টার দিকে গ্লোরি পরিবহনের ঢাকা মেট্রো -ব-১২-২৯৪৩, ও ঢাকা মেট্রো -ব-১৫-০৪১৬ এর দুইটি বাসে আগুন জ্বলতে দেখতে পেয়ে এলাকবাসি দ্রুত এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগে এলাকাবাসীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। টহল পুলিশের এএসআই উত্তম কুমারের সহযোগিতায় পাশে থাকা আরো ১৮ টি গাড়ি সড়িয়ে নিতে সক্ষম হন।

ড্রাইভার হৃদয় বলেন, রাতে প্রতিদিনের ন্যায় গাড়ি পার্কিং রেখে যাই। ভোর সাড়ে চারটার দিকে খবর পাই গাড়িতে আগুন লেগেছে। এসময় গাড়িতে থাকা হেলপার তুহিন দগ্ধ হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। ততক্ষনে পাশে থাকা আরো একটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

বাস মালিক মনির হোসেন (কালু) বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি বাস দুটি পুরে ছাই হয়ে গিয়েছে তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে দুইটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পেয়ে সাথে সাথে টহলরত পুলিশের এএসআই উত্তম কুমারকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়দের সহযোগিতায় ১৮ টি গাড়ি সড়িয়ে নেওয়ায় বাকি গাড়িগুলোতে আগুন লাগেনি। গাড়িতে থাকা হেলপার তুহিনকে কিছুটা দগ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। প্রাথমিকভাবে ধারণা করছি কয়েলের আগুন থেকে আগুনের ঘটনা ঘটেছে।