• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

রাহুলকে ফেরালেন তাসকিন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০১৭, ১০:২৮ AM / ৩৯
রাহুলকে ফেরালেন তাসকিন

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ভারতের ইনিংসের শুরুতেই বাংলাদেশের আঘাত। তাসকিন আহমেদ তুলে নিলেন লোকেশ রাহুলের উইকেট। অফ স্টাম্পের বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড। ২ রান করে ফিরেন তিনি। এ রিপোর্ট লেখার সময় ভারতের ১ম ইনিংসে সংগ্রহ ২ ওভারে ১ উইকেট হারিয়ে ২ রান। ব্যাট করছেন মুরালি বিজয় এবং চেতেশ্বর পুজারা।

রাজিব গান্ধী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ‘ঐতিহাসিক’ ম্যাচে অবশ্য টস ভাগ্য কথা বলেছে বিরাট কোহলির পক্ষে। ব্যাটিংয়ের সিন্ধান্ত নিতে ভুল করেননি ভারত অধিনায়ক। কারণ বিশ্লেষকরা বলছেন- পিচ প্রথম দু’দিন ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলবে। তাইতো কোহলি প্রথমে বোলিং করতে দিলেন মুশফিকের দলকে।

শুভাশিষ রায় নয়, হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশের একাদশে জায়গা মিলেছে তাইজুল ইসলামের। রাজিব গান্ধী স্টেডিয়ামের উইকেটের কথা ভেবেই টিম ম্যানেজম্যান্ট খেলাচ্ছে তিন স্পিনার। সাকিব আল হাসানের সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে কামরুল ইসলাম রাব্বী।

ভারত সফরের একমাত্র টেস্টে মাঠে নামল বাংলাদেশ। রাজিব গান্ধী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ‘ঐতিহাসিক’ ম্যাচে অবশ্য টস ভাগ্য কথা বলেছে বিরাট কোহলির পক্ষে। ভারতীয় একাদশটাও প্রায় নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত আজিঙ্কা রাহানে ফিরেছেন। ট্রিপল সেঞ্চুরি করেও বাদ পড়েছেন করুন নায়ার।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বী

ভারত-
মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবেনশ্বর কুমার ও উমেশ যাদব।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:২৭এএম/৯/২/২০১৭ইং)