• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

যেভাবে সুরক্ষিত রাখবেন স্মার্টফোনটি!


প্রকাশের সময় : মার্চ ১৭, ২০১৭, ১০:৩৯ AM / ৩৫
যেভাবে সুরক্ষিত রাখবেন স্মার্টফোনটি!

ঢাকারনিউজ২৪.কম:

আপনার স্মার্টফোনে ব্যাংকের হিসাব, ক্রেডিট বা ডেবিট কার্ডসহ নানান তথ্য থাকার কারণে হ্যাকারদের নজর থাকে স্মার্টফোনের দিকে। হ্যাক করতে পারলেই আপনার সব তথ্য তাদের হাতে চলে যাবে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিলে গেলে সব টাকা উধাও করে ফেলতে পারে তারা। তাই স্মার্টফোনের নিরাপত্তা নিশ্চিত করা ব্যবহারকারীদের জন্য জরুরি। যেভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন

এনক্রিপশন সবার আগে
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ফোনের সব তথ্য এনক্রিপ্ট করার সুযোগ দেয়। প্রতিবার চালু করার সময় একটি পাসওয়ার্ড লাগে সব তথ্য ডিক্রিপ্ট করতে। কাজটি বিরক্তিকর ও সময় সাপেক্ষ মনে হতে পারে। কিন্তু হ্যাকাররা যখন আপনার ফোনে ঢুঁ মারবে, তখন বুঝবেন কতটা নিরাপত্তা দিয়েছে এনক্রিপশন সিস্টেম।

অ্যান্টি-ভাইরাস
যদি ওয়েবসাইট ব্রাউজ করেন এবং বিভিন্ন ফাইল ডাউনলোড করেন, তবে একটি ভালো মানের অ্যান্টি-ভাইরাস ডাউনলোড করে নিন। এটি আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাবে। বিশেষ করে যদি সামান্য অর্থ ব্যয় করে নর্টন বা কারপারস্কি ব্যবহার করেন, তবে সব ধরনের ভাইরাস থেকে আপনি নিরাপদে থাকবেন।

অচেনা উৎস থেকে অ্যাপ না
গুগল প্লে এবং অ্যাপল অ্যাপ স্টোরস থেকে যাবতীয় অ্যাপ এবং গেম ডাউনলোড করুন। অ্যাপ ডাউনলোড করার অসংখ্য উৎস রয়েছে। এসব জায়গা থেকে অ্যাপ নেবেন না। তাহলে সহজেই ম্যালওয়্যার প্রবেশ করবে আপনার ফোনে। আর সেখানেই হ্যাকারদের কারসাজি।

আপডেট থাকুন
অ্যান্ড্রয়েড সংস্করণে বিভিন্ন সময় আপডেট আসতেই থাকে। স্মার্টফোনের সব সফটওয়্যারের যে আপ-টু-ডেট আসে তা ইনস্টল করে নিন। পুরনো সংস্করণ হ্যাকারদের আক্রমণের কাছে দুর্বল হয়ে পড়ে। কোনো নিরাপদ ওয়াই-ফাই ব্যবহার করে আপ-টু-ডেট থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অচেনা ওয়াই-ফাই নয়
প্রযুক্তির যন্ত্রের নিরাপত্তাব্যবস্থা নিয়ে যারা কাজ করেন, তারা সবাইকে সাবধান করে দেন। অচেনা কোনো ওয়াই-ফাই ব্যবহার করবেন না। এমনকি পাবলিক ওয়াই-ফাই ব্যবস্থাতেও যথেষ্ট ফাঁক থাকে। এগুলো গলে সহজেই প্রবেশ করে হ্যাকাররা। কেবল নিজের ওয়াই-ফাই ব্যবহার করুন।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১০:৩৭এম/১৭//২০১৭ইং)