• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের লাশ মিলল নদীতে


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০১৭, ৫:৩৯ PM / ৩১
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের লাশ মিলল নদীতে

ঢাকারনিউজ২৪.কম:

হাডসন নদী থেকে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারক শিলা আবদুস সালামের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার ম্যানহাটনের পাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

আবদুস সালাম আপিল বিভাগের সহযোগী বিচারক ছিলেন। বুধবার সকালে তিনি তার হার্লিনের বাড়ি থেকে নিখোঁজ হন।  পরে দুপুরে নদীতে তার লাশ পাওয়া যায়।

পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে হাডসন পার্কওয়ের কাছে ১৩২ নম্বর রাস্তার পাশে নদীতে ভাসমান অবস্থায় বিচারক শিলা আবদুস সালামের লাশ পাওয়া যায়। পরে তার স্বামী আবদুস সালাম মৃতদেহ শনাক্ত করেন।

শিলা আবদুস সালামের দেহে কোনো ধরনের আঘাত বা দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার মতো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিলা আবদুস সালাম ছিলেন প্রথম মুসলিম নারী বিচারক। আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে আবদুস সালামই প্রথম আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৫.৩৮ পিএম/১৩//২০১৭ইং)