• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

যদি ফিরিয়ে দিস


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০১৮, ১১:১৯ AM / ৪৫
যদি ফিরিয়ে দিস

মানিক মোহাম্মদ রাজ্জাক

_________________________________

একটু ছোঁয়ার জন্য নয় অনন্ত কালের জন্য
হাত বাড়ালাম তোর দিকে কিন্তু তুই করলি কি?
মশা তাড়াবার মত করে হাতটা ফিরিয়ে দিলি
একরাশ অভিশপ্ত চোখে তাকালি আমার দিকে

একবারো ভাবিসনি বোকা মেয়ে আমি ফিরে গেলে
কেউ আর ভাঙাবেনা ঘুম মাথার উকুন নিয়ে
খেলবেনা কেউ খুনসুঁটি খেলা অবহেলা বুকে
অসীম সমুদ্রে ধুকে ধুকে ভেসে যাবি যুগান্তরে

নক্ষত্র ফুটবে ঠোটে রাঙা চোখে উকি দিবে চাঁদ
শরীরের ভাজে ভাজে মধ্যরাতে উকি দিবে প্রাণ
প্রণয়ের রাঙানো প্রচ্ছদে আকানো ছবির পাশে
কোনোদিন দাড়াবেনা অপেক্ষার কোনো ছায়াচিত্র

কখনো কি ভেবেছিস তুই আমাকে ফিরিয়ে দিলে
তোকেওতো ফিরে যেতে হবে অন্ধকার গুহা গৃহে।।