• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

মেয়রের নির্দেশে পানিবন্দি মানুষের ঘরে ত্রাণ পৌছালেন কাউন্সিলর দিনা


প্রকাশের সময় : জুন ১৫, ২০২০, ১১:৩৪ PM / ৫৫
মেয়রের নির্দেশে পানিবন্দি মানুষের ঘরে ত্রাণ পৌছালেন কাউন্সিলর দিনা

নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে মানুষ যখন ঘরবন্দী হয়ে নিজের ও পরিবারের সুরক্ষায় মত্ত্ব, তখন মেয়র সেলিনা হায়াৎ আইভীর নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণের বস্তা নিজের কাঁধে নিয়ে কোমড় সমান ময়লা-দুর্গন্ধময় পানি পেড়িয়ে অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌছে দিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নারী কাউন্সিলর (৭,৮,৯ নং ওয়ার্ড) আয়শা আক্তার দিনা।

১৫ জুন সোমবার দিনব্যাপী নিজের সেচ্ছাসেবক টিমের সদস্যদের নিয়ে এসব ত্রাণ পৌছে দিয়েছেন দিনা।

করোনাকালীন অসহায় গর্ভবতী নারীদের বিপদে এগিয়ে এসে ইতোমধ্যে সর্বত্র আলোচিত এ নারী কাউন্সিলর বলেন- ‘‘আলহামদুলিল্লাহ আজ আমার মেয়রের (ডা: সেলিনা হায়াৎ আইভী) নির্দেশে আমার নির্বাচিত ৮ ও ৯ নং ওয়ার্ড এর মধ্যবর্তী স্থান মধুগড় এলাকায় ডিএনডির পানি বন্দী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দিলাম। এই এলাকার মানুষ পুরো বর্ষাকাল জুড়ে পানিবন্দী থাকে। এমন অনেক পরিবার আছে তাদের ঘরে কোনো খাবার নেই। তাই আমার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর স্বেচ্ছাসেবক টিম এর সহোযোগিতায় পানিবন্দী ঘরে ঘরে গিয়ে খাবার সামগ্রী পৌছে দিয়ে আসি।’’

তিনি আরও বলেন, ‘এখানে ত্রাণ নিয়ে যাওয়ার জন্য কোনো রিক্সা বা বাহন যাওয়ার উপায় নেই। তাই আমি ও আমার স্বেচ্ছাসেবক টিম সবাই ত্রাণের প্যাকেট নিজেদের কাধে বহন করে বাড়ি বাড়ি খাবার পৌছে দেই। এই এলাকায় ডিএনডি প্রকল্পের কাজ সেনাবাহিনীর মাধ্যমে চলছে। আশা করি খুব দ্রুত ডিএনডি বাসী জলাবদ্ধতার কষ্ট দূর হবে।’

নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দিনা বলেন- ‘এখন রাজনীতি করার সময় না। এখন দলমত নির্বিশেষে সবাই হাতে হাত মিলিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সময়। আসুন সবাই এক হয়ে করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিরাপদে থাকেন। আর আজ আমার জন্মদিনে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যস্ততার কারনে কাউকে রিপ্লে দিতে পারিনি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। যতক্ষণ সুস্থ আছি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারি ‘

উল্লেখ্য, আজ ১৫ জুন ছিলো এই দুঃসাহসী মহিয়সী নারীর জন্মদিন। এই বিশেষ দিনেও কাঁধে করে ত্রান সহায়তা নিয়ে ছুটে গেছেন পানিবন্দী অসহায় ক্ষুধার্ত মানুষের দ্বারে দ্বারে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৩০পিএম/১৫/৬/২০২০ইং)