• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

মৃত্যুকে ভয় না পেয়ে ছাত্রলীগ নেতা মামুনের ত্রাণ বিতরণ


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২০, ১০:১৩ PM / ৩২
মৃত্যুকে ভয় না পেয়ে ছাত্রলীগ নেতা মামুনের ত্রাণ বিতরণ

রানা আহম্মেদ অভি : করোনা মহামারীতে বাজার আজ জনশূন্য, সর্বসাধারণের কাজ আজ স্তব্ধ। আতঙ্ক আর প্রাদুর্ভাবে অশান্ত জনজীবন। এই মহামারী কালের মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করেছেন ঝিনাইদহার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের সহ-সভাপতি মোঃ সোর্হাত হাসান মামুন।

জানা যায়, করোনা মহামারী এই পরিস্থিতিতে হতদরিদ্র ও কর্মহীন ব্যাক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে চাল,ডাল,আলু,সাবান নীরবে পৌঁছে দিয়েছে।

এই বিষয়ে আসাদুজ্জামান আশা বলেন, দেশের এই থমথমে পরিবেশে যাদের জীবনযাত্রা থেমে গেছে তাদের পাশে মামুন বার বার ত্রাণ বিতরণ করে চলেছে। আমরা সবাই তার এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

ছাত্রলীগ নেতা মামুন বলেন, অসহায়দের পাশে থাকার একটু চেষ্টা মাত্র, সবার কাছে আমি দোয়া প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সবার আরও কাছে থেকে সাহায্য করতে পারি। সামনে রমজান এই পবিত্র মাসে প্রায় অর্ধশত পরিবারের মাঝে এক সপ্তাহ করে খাবার এবং ইফতার বিতরণের ইচ্ছা আছে। আসুন সরকার আমাদের যে দিকনির্দেশনা দিয়েছে আমরা সবাই সেটা মেনে চলি।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন আশা, রানা, স্বাধীন, রাজন সহ অনেকে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:১২পিএম/২২/৪/২০২০ইং)