• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় প্রথম হিজাবী তরুণী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০১৮, ১২:০৪ PM / ৩৬
মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় প্রথম হিজাবী তরুণী

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : প্রথমবারের মতো মিস ইংল্যান্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠেছেন এক মুসলিম তরুণী। আর এরই মধ্যদিয়ে প্রথমবারের মতো হিজাব পরা কোনো নারী সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের মঞ্চে উঠতে যাচ্ছেন।

২০ বছর বয়সী ওই তরুণীর নাম সারাহ ইফতেখার। আইনের ছাত্রী সারাহ, মিস ইংল্যান্ডের খেতাব জিতে গেলে, চীনে অনুষ্ঠেয় আগামী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আগামী মঙ্গলবার ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারে মিস ইংল্যান্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

সারাহ ইফতেখার কেবল মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেননি, প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম হিজাবী মুসলিম তরুণীও তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:০০পিএম/৪/৯/২০১৮ইং)