• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

“মা”


প্রকাশের সময় : মে ১৩, ২০১৮, ৯:১৫ PM / ৪২
“মা”

ইখতিয়ার উদ্দীন আজাদ
———————————————
আমি ভোরের আলো দেখিনি,
আমি চন্দ্র-সূর্য দেখিনি,
দেখেছি তোমার মুখ।
বহুত সোহাগে; শত বেদনায়-
পেতে দিয়েছি বুক।
তোমার গর্ভে রয়েছি মাগো…
দশ মাস-দশ দিন!  
বহুত যন্ত্রণায় কেঁদেছো তুমি জানি-
তার পরও রেখেছিলে বক্ষ পিঞ্জরে..।
হাজারো কষ্টে ডেকেছো তুমি,
ওরে খোকা-সোনা বলে…।
তোমার কষ্ট গুলো মাগো…,
আজো নেই মোর জানা।
————————————————
সাংবাদিক- পত্নীতলা, নওগাঁ।