• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

মা


প্রকাশের সময় : মে ১৩, ২০২৩, ৫:৩৪ PM / ২৫৪
মা

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

_________________________________________________

দশ মাস দশদিন করেছে গর্ভে ধারণ
ছিন্ন হবার নয় তার বত্রিশ বাঁধন,
তাইতো তিনি সুখ-দুঃখে ভাগী, সমব্যথী
তিনি যে সহমর্মী, মা, জননী, জন্মদাত্রী।
ভালোবাসায় পরিপূর্ণ তার হৃদয় ভেতর বাহির
সন্তানের সুখ চায় যদিও হয় সে কাহিল,
মায়ের স্নেহ মমতায় রয়েছে পৃথিবী চলমান
মা শুধু চায় সন্তানের সুখ শান্তি ও সম্মান।
সন্তানের বেহেশত মায়ের পদতলে নবীজির উক্তি
আজীবন মায়ের সেবা, মনতুষ্টি সন্তানের মুক্তি,
সকল সুখ শান্তি লাভের সোপান মাতৃভক্তি
মহান আল্লাহর কাছে চায় সে সুযোগ ও শক্তি।

পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(কবি, সাংবাদিক, গবেষক, প্রাবন্ধিক ও সমাজসেবক)
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
ই-মেইল: lionganibabul@gmail.com