• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২১ অপরাহ্ন

মালয়েশিয়ায় আইএস সন্দেহে ২ বাংলাদেশি আটক


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০১৭, ১১:০৪ AM / ৪৩
মালয়েশিয়ায় আইএস সন্দেহে ২ বাংলাদেশি আটক

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জঙ্গি গোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) এর সাথে সম্পৃক্ততার অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ইউনিট গত ১৩ থেকে ১৯ জানুয়ারি কুয়ালালামপুর ও সাবাহতে পৃথক অভিযান চালিয়ে চারজন ব্যক্তিকে আটক করেছে। আটককৃত সন্দেহভাজনদের মধ্যে দু’জন বাংলাদেশি রয়েছেন। অপর দুই সন্দেহভাজন হচ্ছেন ৩১ বছর বয়সী একজন ফিলিপিনো পুরুষ এবং ২৭ বছর বয়সী মালয়েশিয়ান নারী।

বাংলাদেশি দুজন সেলসম্যান হিসেবে কর্মরত ছিল এবং তাদের বয়স যথাক্রমে ২৭ ও ২৮। তাদেরকে গত বৃহস্পতিবার আটক করা হয়। দুজন বাংলাদেশির নাম এখনো জানা যায়নি। বাংলাদেশের আইএস জঙ্গিদের সাথে তাদের যোগাযোগ রয়েছে এবং ড. মাহমুদের টেরর সেল এ যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন। ডক্টর মাহমুদ ইউনিভার্সিটি অব মালয়ার সাবেক লেকচারার ছিলেন। তিনি বর্তমানে দক্ষিণ ফিলিপাইনের আইএস জঙ্গিদের সাথে আছেন।

মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের পছন্দের জায়গা। প্রায় চার লাখ বাংলাদেশি বর্তমানে মালয়েশিয়াতে কর্মরত আছে। সূত্র : দ্য নিউ স্ট্রেইট টাইমস
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০০এএম/২৪/১/২০১৭ইং)