• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

মানুষবিহীন মহাকাশকার্গো


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০১৭, ৩:৩৯ PM / ৩৫
মানুষবিহীন মহাকাশকার্গো

ঢাকারনিউজ২৪.কম:

মহাকাশকেন্দ্র নির্মাণের লক্ষ্যে মানুষবিহীন একটি পণ্যবাহী মহাকাশযান পাঠিয়েছে চীন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায়তিয়ানজু-১ মহাকাশকার্গোটি দেশটির হাইনান প্রদেশের ওয়েংচ্যাং স্যাটেলাইট লাঞ্চ চ্যানেল থেকে  যাত্রা করে।

উৎক্ষেপণটি সরাসরি সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। এ খবর দেয় রয়টার্স।

চীন এই উৎক্ষেপণকে সফল দাবি করে জানিয়েছে, মহাকাশযানে ছয় টন মালামাল, দুই টন জ্বালানি রাখা সম্ভব। এ ছাড়া তিন মাস কোনো চালক ছাড়াই চলতে পারবে যানটি।

দুদিনের মধ্যে কার্গোটি তিয়ানগংগ-২ মহাকাশ স্টেশনে পৌঁছানোর কথা। সেখানে গত অক্টোবরে এক মাস অবস্থান করেছিলেন দুই চীনা নভোচারী। এটিই মহাকাশকেন্দ্রে চীনের কোনো নভোচারীর সবচেয়ে বেশি দিন থাকা।

প্রেসিডেন্ট শি জিনপিং চীনের মহাকাশ পরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন, জাতীয় নিরাপত্তার জন্য এটি জরুরি। তবে সামরিক, ব্যবসায়িক ও প্রযুক্তিগত দিকে এগিয়ে থাকার জন্য মহাকাশ পরিকল্পনাকে গুরুত্ব দিলেও এখনো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পেছনেই পড়ে আছে দেশটি। এর আগে ২০১৩ সালে চীনের জেড র্যাবিট চাঁদে অবতরণ করলেও কারিগরি সমস্যার মুখোমুখি হয়।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৩.৩৯পিএম/২২//২০১৭ইং)