• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:০২ অপরাহ্ন

মাঠজুড়ে পড়ে আছে পাকা ধান, বরেন্দ্র অঞ্চলে ধান কাটা শ্রমিক সঙ্কট


প্রকাশের সময় : মে ১৩, ২০১৮, ২:০০ PM / ৫১
মাঠজুড়ে পড়ে আছে পাকা ধান, বরেন্দ্র অঞ্চলে ধান কাটা শ্রমিক সঙ্কট

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) : শস্যভাণ্ডার হিসেবে খ্যাত বরেন্দ্র অঞ্চলে বোরো মৌসুমে ধান কাটার কৃষি শ্রমিক সঙ্কটে; বিপাকে পড়েছে বোরো চাষীরা। এলাকায় এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো আবাদ হওয়ায় ধান কাটার শ্রমিক সঙ্কট প্রকট হয়ে ওঠেছে।

বরেন্দ্র অঞ্চলের পতœীতলা, মহাদেবপুর, ধামুইরহাট, সাপাহার, পোরশাসহ বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বিঘার পর বিঘা জমির পাকা ধান শ্রমিকের অভাবে ঘরে তুলতে পারছে না চাষীরা। স্থানীয় ধান চাষীদের মতে, এসব এলাকার প্রায় ৭০ ভাগ ধান এখনও জমিতেই রয়েছে। ধান কাটা মাড়াই কাজের জন্য নিয়োজিত স্থানীয় শ্রমিকরা অনেকেই কৃষি কাজ বাদ দিয়ে চার্জার ভ্যান, ভটভুটি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

এ কারণে প্রায় দ্বিগুন পারিশ্রমিক দিয়েও ধান কাটার শ্রমিক মিলছে না। এ এলাকার স্থানীয় ধান চাষীরা জানান- ধান কাটার শ্রমিক কারণে অনেক বেশি দামে শ্রমিক ক্রয় করতে হচ্ছে। ধান চাষীরা জানান, বর্তমান বোরো মৌসুমে মাঠ ভরা পাকা ধান ভালোভাবে ঘরে তুলতে পারেন যেন এটাই প্রত্যাশা করেন।

পতœীতলা উপজেলার শাশইল গ্রামের চাষী বকুল, বুলবুল, রমজান, শাহাজাহান, জুয়েল, ইদ্রিস, হাবিবুরসহ অনেকেই জানান, বিঘা প্রতি মাঠের ধানকাটা, পরিবহন, মাড়াই করতে চুক্তিতে ৮/৯ মণ ধান দিয়েও শ্রমিক মিলছে না। বিগত মৌসুমে বাহিরের জেলার আগত শ্রমিকরা আসতেন প্রচুর। কিন্তু, চলতি মৌসুমে ধানকাটার শুরু থেকেই আগত চুক্তি ভিত্তিক শ্রমিক সঙ্কট।

এ বিষয়ে জানতে চাইলে পতœীতলা উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার বলেন, এক সঙ্গে ধান কাটা সময়ে শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। কারণ, বোরো আবাদে ধানকাটার সময় আবহাওয়া জনিত প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কায় চাষীরা দুঃচিন্তায় থাকেন সাধারণত। তবে, কয়েক দিনের মধ্যেই শ্রমিক সঙ্কট কেটে যাবে বলেও অভিমত প্রকাশ করেন তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৫০পিএম/১৩/৫/২০১৮ইং)